সংযোগ

থার্ড লেন ব্লগে লেখা পাঠানো বিষয়ে দুকথা :

থার্ড লেন ব্লগে প্রকাশিত লেখাকে আমরা দুটি ভাগে প্রকাশ করে থাকি। প্রথমত, সাহিত্যবাসর ছবির অন্তরালে বিভাগের জন্য প্রযোজ্য রচনা আপনার নামসহ প্রকাশিত হবে। দ্বিতীয়ত, আসুন ভাবি, দেখা-শোনা-পাঠ, সাম্প্রতিক, বিবিধ ও বিচিত্র বিভাগের জন্য প্রযোজ্য রচনা থার্ড লেন-এ আপনার অবদান বা কন্ট্রিবিউশন হিসেবে আমরা বিবেচনা করে থাকি সেক্ষেত্রে থার্ড লেন ব্লগে অবদায়ক হিসেবে আপনার রচনাটি নামসহ নিচের মতো করে প্রকাশিত হবে। বিভাগগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে প্রবেশপথ ভিজিট করুন।

লেখা কীভাবে পাঠাবেন

ক. আপনার লেখা (অবশ্যই ইউনিকোড বাংলায়) সরাসরি আমাদের ব্লগ ইমেইল thirdlane1971@gmail.com-এ পাঠাতে পারেন। লেখা অনুমোদিত হলে ব্লগের প্রযোজ্য বিভাগে সেটি প্রকাশিত হবে।

খ. সংযোগ পাতার নিচে সংযুক্ত ফরমটি পূরণ করে ব্লগ রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন অনুমোদিত হলে অবদায়ক হিসেবে আমরা আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ডসহ ব্লগে অন্তর্ভুক্ত করব। সেক্ষেত্রে আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অবদায়ক হিসেবে লেখা (অবশ্যই ইউনিকোড বাংলায়) পোস্ট করতে পারবেন। থার্ড লেন সঞ্চালক কর্তৃক পোস্ট অনুমোদিত হলে আপনার লেখা সরাসরি ব্লগের পোস্ট শোকেস সহ প্রযোজ্য বিভাগে বিভাগে প্রদর্শিত হবে।

যোগাযোগ :

Email: thirdlane1971@gmail.com

Contact: 0178-2874659; 01716243474; 01675684783;

Facebook Page: থার্ড লেন ফেসবুক পেজ

WhatsApp: থার্ড লেন হোয়াটসঅ্যাপ গ্রুপ

. . .

    How useful was this post?

    Click on a star to rate it!

    Average rating 0 / 5. Vote count: 0

    No votes so far! Be the first to rate this post.