সাহিত্যবাসর

সাপেক্ষ ও অন্যান্য

পিয়াস মজিদ-এর কবিতা 
সাপেক্ষ ও অন্যান্য  
Solitude; Image Source – Freepik
সাপেক্ষ 

কেউ কাছে থাকলে মনে হয়
সে না,
দুনিয়াটাই আমার কাছে আছে।
কেউ দূরে গেলে মনে হয়
সে না,
দুনিয়াটাই দূরে চলে গেছে
. . .

বিন্দু বিন্দু

আইডিয়ার জাল দিয়ে কেউ ধরছে কবিতামাছ
কবিতা মাছ হয়ে ধরা দিতে অপরাগ আইডিয়ার জালে
মুরাকামি বলতে ব্যাকুল : সমুদ্রতটে যে শুয়ে,
সে কাফকাই বটে
কাফকা জানাচ্ছেন,
সমুদ্র মিছামিছি
পেনাল কলোনির মেয়াদই তো শেষ হয় নাই অদ্যাবধি
শরত অথবা অটম চলছে একটা কিছু
চলতে হয় যেহেতু
সূর্য সাবধানে তাপাচ্ছে
বেশি গন গন করলে
ঠাণ্ডা চাঁদ ঢুকে যাওয়ার
আশঙ্কা আছে
তার গরম পাছাতে
. . .

ভোরের আগে আগে

মাঝরাতে একটা বিড়াল
তার কিছু মিউমিউ ফেলে যায়
আমার বিপুল ঘুমের ধারে

বিপর্যস্ত চোখ নিয়ে আমি তখন
উদ্ভূত স্বপ্নের সঙ্গে
প্রেম করি, যুদ্ধ করি

শ্রোডিঙ্গার হইতে বঙ্কিমের বিড়াল
তার অভুক্ত আঁচড় কাটে
ঘুমগত সামান্য স্বপ্নের গায়ে

দোয়া করেন সবাই
স্বপ্নের নদীতে নেমে আমি যেন
একটা মাছ পাই

নৈশ পরিস্থিতি,
কথা দিচ্ছি
আকাশটা বিড়ালের মতো মিশমিশে কালো
কিংবা
জোছনার জেহাদের দাগ লেগে সফেদ মার্জার
যা-ই হোক না কেন
মাছের টুকরা থেকে কাঁটাকুটার সমান ভাগ
বিড়াল ও আমার
. . .
আইডিয়ার জাল দিয়ে কেউ ধরছে কবিতামাছ
কবিতা মাছ হয়ে ধরা দিতে অপরাগ আইডিয়ার জালে 

পিয়াস মজিদ-এর কবিতাবই : 
নাচপ্রতিমার লাশ, মারবেল ফলের মওসুম, কুয়াশা ক্যাফে, নিঝুম মল্লার, গোলাপের নহবত, ক্ষুধা ও রেস্তোরার প্রতিবেশী, প্রেমপিয়ানো, মুহুর্মুহু মিউ মিউ, মির্জা গালিব স্ট্রিট, অফ টপিক, এইসব মকারি, এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়, ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি ইত্যাদি... 

. . .

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Contributor@thirdlanespace.com কর্তৃক স্বত্ব সংরক্ষিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *