ইন্ট্রোপেজ : থার্ড লেন স্পেস ম্যানিফেস্টো
. . .
থার্ড লেন স্পেস কী এবং কেন

গঠনমূলক আলাপের পরিসর তৈরির ভাবনা থেকে থার্ড লেন স্পেস-এর জন্ম। কাছে ও দূরে যেসব ঘটনা আমাদের মনে রেখাপাত ঘটাচ্ছে প্রতিনিয়ত,- থার্ড লেন স্পেস তার লিপিকার হতে আগ্রহী।সে বিনিময় করতে চায় এবং বিনিময়ী হতেও সমান কৌতূহলী। এই প্লাটফর্মের কোনো লেকির বা সীমানা-প্রাচীর নেই। সীমারেখা টানার পরিবর্তে জীবনের শত জলঝর্নায় কান পাতা তার লক্ষ্য। এখানে যারা শরিক হবেন,- তাদের জন্য শর্ত বলতে এটুকুই।

বয়স বিচারে থার্ড লেন স্পেস এখনো টোডলার। টলমল পায়ে হাঁটতে শেখার বয়স পাড়ি দিচ্ছে কেবল। কোমর সোজা করে সটান পা ফেলতে অনেকটা পথ তাকে পাড়ি দিতে হবে। যাত্রাপথে ব্লগসহ সমাজমাধ্যমে সক্রিয় স্টেশনগুলোয় প্রবেশের পরিকল্পনা তার রয়েছে। এর পয়লা পদক্ষেপ ছিল গুটিকয় শুভাকাঙ্ক্ষী নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপের পরিসর জমানো। দ্বিতীয় কদমে ব্লগের আত্মপ্রকাশ। ফেসবুকসহ অন্য যত স্টেশন, সেখানে ঢোকার টিকিট সময় হলে কাটবে সে। বহুমাত্রিক আলাপের পরিসর গড়ে তুলতে আপনাদের শরিকানা ও অংশগ্রহণ দরকারি। আশা করি সাড়া দেবেন। শরিক হবেন যাত্রায়।

কী থাকছে আপাতত
থার্ড লেন স্পেস আপাতত ওইসব আলাপ তুলে আনার বাসনা রাখে, যেগুলো যাপিত সময় ও সমকালকে ধারণ করতে তৎপর। নির্দিষ্ট সময়রেখায় অটল থাকার পাশাপাশি অবিরত পেছনে ফেলে আসা সময় ও অনাগত সময়রেখায়ও তাকে ঘুরতে দেখবেন পাঠক। অতীত, বর্তমান আর আসন্ন আগামীর সবগুলো রেখায় গমনে ত্রুটি থাকবে না। এই ব্লগ সাইটের লে-আউট নিচে থাকছে …
প্রবেশপথ : সাইটের এন্ট্রি পয়েন্ট। নামে যেহেতু পরিচয়, কাজেই কথা আর না বাড়াই।
পোস্ট শোকেস : আমি-আপনি-আমরা মিলে যা-কিছু ভাবছি ও বলছি এখানে, তার সবটা সাজানো থাকছে পোস্ট শোকস-এর পাতায়। যার যেটি যখন মন চায়,—শোকেস থেকে বেছে নিন আর পড়ুন দেদার।

নেটালাপ : থার্ড লেন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিচিত্র বিষয়ে কৌতূহল আর মগজে অযথা প্রশ্নজট নিয়ে যারা চ্যাট চ্যটান,—তার সবখানি থাকছে এখানে। ঢুঁ মেরে দেখুন যদি মন চায়। আপনার নাম, মোবাইল নাম্বারসহ ছোট্ট ইন্ট্রো জুড়ে থার্ড লেন স্পেস সঞ্চালক বরাবর শরিক হওয়ার দরখাস্ত ঠুকতে বাধা নেই। আলাপের এই মুক্ত-পরিসরে সদা আমন্ত্রণ।
আসুন ভাবি : লেনটি তাদের জন্য যারা ভাবতে ভালোবাসেন। কেবল ভেবে থেমে থাকেন না, বরং অন্যের ভাবনাকে উসকে দিতে লাগেন পিছু। আসুন ভাবি … এই আপনার কথা ভেবে সাজানো। পড়তে পারেন; এবং লিখতেও পারেন আপনি যা-ভাবছেন তার সাতকাহন;—যেখানে হয়তো রয়েছে অজস্র চড়াই-উৎরাই আর গহন কোনো তল!
দেখা-শোনা-পাঠ : নামে পরিচয়। আপাতত দুটি ভাগে বিভাগটিকে আমরা সাজিয়েছি। প্রথম ভাগের সমুদয় লেখাপত্র মূল বিভাগ অর্থাৎ দেখা-শোনা-পাঠ-এর আওতায় থাকছে। আপনি বই পড়তে ভালোবাসেন, সিনেমা দেখেন বেশ, গানবাজনায় কান পাততে লাগে ভালো… দেখা-শোনা-পাঠ আপনাকে নিবেদিত। যে-বইটি হয়তো পড়েছেন অথবা পড়ছেন অদ্য, যে- ছবি দেখতে ভালো লাগে আর নিরাই বসে যেসব গানে কান পাতেন… এসব ঘিরে আপনার অনুভূতি ও অবলোকনের ইতিবৃত্ত বলুন এখানে। ভালো লাগা থেকে বলুন। খারাপ লাগলেও বলুন। সহজ করে বলতে নেই বাধা। ক্রিটিকের চোখেও মন চাইলে বলুন ত্বরা করে।
সাহিত্যবাসর, ছবির অন্তরালে, টেক বুলেটিন, এআই বলছি ও গানালেখ্য-কে উপ-বিভাগ রূপে এর অধীনে সংযুক্ত করেছি আপাতত। প্রয়োজনে এরকম আরো বিভাগ পরে যুক্ত হতে পারে। সাহিত্যবাসর-এ আপনার লেখা কবিতা, গল্প, আখ্যান, এবং সাহিত্য বিষয়ক গদ্য আমরা সাইটে তুলতে আগ্রহী। ছবির অন্তরালে মূলত আলোকচিত্রকে স্থান দেওয়ার ভাবনা থেকে সংযোজিত। আলোকচিত্র, সেটি আপনার নিজের তোলা হতে পারে, অন্যদের হলেও সমস্যা নেই। সেইসঙ্গে আমরা চাইব, নিজের অথবা অন্যদের আলোকচিত্র ছবির অন্তরালে উপ-বিভাগে শেয়ার দেওয়ার ক্ষণে আপনি এটিকে কীভাবে পাঠ করছেন, তার বিষয়ে দুকথা যোগ করবেন। এখন সেটি হতে পারে, গল্প বলার ঢংয়ে আপনি বলছেন। ছবিকে বিশ্লেষ করার ভাবনা থেকেও বলতে নেই বাধা। প্রতিটি আলোকচিত্রের অন্তরালে নানান গল্প থাকে। গল্পগুলো যদি যোগ করেন, তাহলে বিভাগটি ফটোস্টোরি হিসেবে নতুন মাত্রা পাবে বলে আমাদের বিশ্বাস।
এআই বলছি উপ-বিভাগটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে থার্ড লেন স্পেস-এর বাতচিত ও প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে তার ব্যাখ্যা, মতামত ইত্যাদি টুকে রাখার ভাবনা থেকে পরিকল্পিত। উদ্দেশ্য,—আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব বিস্তারী ভূমিকায় অবতীর্ণ প্রযুক্তির সঙ্গে জানাশোনার পরিধিকে আরো সম্প্রসারিত করা। টেক বুলেটিন-এ থাকছে হালফিল সময়ের প্রযুক্তিক অগ্রগতি ও এর নানাবিধ তাৎপর্য বিষয়ক বুলেটিন ও নিবন্ধ আকৃতির খবরাখবর।
এবং, গানালেখ্য উপ-বিভাগটি হচ্ছে আমাদের ড্রিম প্রজেক্ট। থার্ড লেন স্পেস-এ সমবেত অবদায়কদের লেখা গানের সাংগীতিক পরিবেশনা এখানে পাঠক মন চাইলে শুনতে পারবেন। আপাতত এআই মিউজিক অ্যাপসের সাহায্য নিয়ে এসব গানের সংগীত-আয়োজন আমরা করছি। ভবিষ্যতে গুণী সংগীতকার দিয়ে এগুলোর সংগীত আয়োজনের পরিকল্পনা থাকছে।
গানের প্রতি ভালোবাসা ও সৃষ্টিশীল নিরীক্ষার ভাবনা মাথায় রেখে উপ-বিভাগটি আমরা চালু করেছি, যেখানে আপনিও ইচ্ছে করলে নিজের রচিত গান ও এর সাংগীতিক সংস্করণ ই-মেইল বরাবর পাঠাতে পারেন। সঙ্গে গানটি রচনা ও এর সংগীত-আয়োজেনের ব্যাপারে আপনার দুটো কথা জুড়ে দিলে আরো ভালো। থার্ড লেন স্পেস টিমের বিচারে যথাযথ মনে হলে তুলতে নেই বাধা। আশা করি আপনারা সাড়া দেবেন, সেইসঙ্গে নিয়মিত কান পাতবেন এই বিভাগে সাজিয়ে রাখা গানসম্ভারে।
সাম্প্রতিক : যাপিত সময়বিশ্বে যত কিছু ঘটনা-রটনা-দুর্ঘটনা… এসব নিয়ে সাজানো সাস্প্রতিক।
বিবিধ ও বিচিত্র : আমাদের সকল অনুমান ও নিশ্চয়তা পণ্ড করে কত কিছুই তো আগে ঘটেছে, এখন ঘটছে বা সামনে ঘটার অপেক্ষায় রয়েছে;- তার কিছু হদিশ পেতে পারেন এখানে। মন চাইলে নিজে শেয়ার করুন এরকম সব বিবিধ ও বিচিত্র ঘটনা।
সংযোগ : বাড়তি বলা অনাবশ্যক। থার্ড লেন স্পেস-এ নিয়মিত লিখতে ইচ্ছে করলে সংযোগ পাতায় চলে যান। সেখানে কীভাবে লেখা পাঠাত হবে সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। লেখক ও অবদায়ক হিসেবে আপনাকে স্বাগত জানাই। অংশ নিন আর সঙ্গী থাকুন সদা।
সাইট মানচিত্র : একঝটকায় সকল পাতা ও বিভাগে সাজানো লেখার লিংক পেতে সাইট মানচিত্র-এ গমন করতে পারেন।
. . .