প্রবেশপথ

ইন্ট্রোপেজ : থার্ড লেন ম্যানিফেস্টো

. . .

থার্ড লেন কী এবং কেন

গঠনমূলক আলাপের পরিসর তৈরির ভাবনা থেকে থার্ড লেন-এর জন্ম। কাছে ও দূরে যেসব ঘটনা আমাদের মনে রেখাপাত ঘটাচ্ছে প্রতিনিয়ত,- থার্ড লেন তার লিপিকার হতে আগ্রহী।সে বিনিময় করতে চায় এবং বিনিময়ী হতেও সমান কৌতূহলী। এই প্লাটফর্মের কোনো লেকির বা সীমানা-প্রাচীর নেই। সীমারেখা টানার পরিবর্তে জীবনের শত জলঝর্নায় কান পাতা তার লক্ষ্য। এখানে যারা শরিক হবেন,- তাদের জন্য শর্ত বলতে এটুকুই।

বয়স বিচারে থার্ড লেন এখনো টোডলার। টলমল পায়ে হাঁটতে শেখার বয়স পাড়ি দিচ্ছে কেবল। কোমর সোজা করে সটান পা ফেলতে অনেকটা পথ তাকে পেরুতে হবে। যাত্রাপথে ব্লগসহ সমাজমাধ্যমে সক্রিয় স্টেশনগুলোয় প্রবেশের পরিকল্পনা তার রয়েছে;- যার পয়লা পদক্ষেপ ছিল গুটিকয় শুভাকাঙ্ক্ষী নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপের পরিসর জমানো। দ্বিতীয় কদমে ব্লগের আত্মপ্রকাশ। ফেসবুকসহ অন্য যত স্টেশন, সেখানে ঢোকার টিকিট সময় হলে কাটবে সে। বহুমাত্রিক আলাপের পরিসর গড়ে তুলতে আপনাদের শরিকানা ও অংশগ্রহণ চরম দরকারি। আশা করি সাড়া দেবেন। শরিক হবেন যাত্রায়।

কী থাকছে আপাতত

থার্ড লেন আপাতত দুটি ভাগে নিজেকে নিরিখ করতে আগ্রহী। এর একভাগ জুড়ে ওইসব আলাপ সে তুলে আনতে আগ্রহী, যারা যাপিত সময়-সমকালকে ধারণ করতে সদা তৎপর। অন্য ভাগে তার ভূমিকা ক্রিস্টোফার নোলান নির্মিত চলচ্চিত্র টেনেট (Tenet) প্রায়। নির্দিষ্ট সময়রেখায় নিজেকে আবদ্ধ রাখতে ঘোর অনীহা থাকছে সেখানে। বর্তমানে সে থাকবে এবং সেখানে থেকেই অবিরত পেছনে ফেলে আসা সময় আর অনাগত সময়রেখায় তাকে ঘুরতে দেখবেন পাঠক। নোলান বিরচিত টেনেট-এর মতো সময়রেখায় সেখানে কোনো বিভাজন নেই। অতীত, বর্তমান আর আসন্ন আগামী সব ঘটছে একরেখায়, এবং থার্ড লেন সমানে সে-রেখা ধরে চলতে চেষ্টা করবে। এই ব্লগ সাইটের লে-আউট প্রধানত টেনেটভাবী, যার সংক্ষিপ্ত পরিচয় নিচে থাকছে …

প্রবেশপথ : সাইটের এন্ট্রি পয়েন্ট। নামে যেহেতু পরিচয়, কাজেই কথা আর না বাড়াই।

পোস্ট শোকেস : আমি-আপনি-আমরা মিলে যা-কিছু ভাবছি ও বলছি এখানে, তার সবটা সাজানো থাকছে পোস্ট শোকস-এর পাতায়। যার যেটি যখন মন চায়,- শোকেস থেকে বেছে নিন আর পড়তে থাকুন দেদার।

নেটালাপ : থার্ড লেন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিচিত্র বিষয়ে কৌতূহল আর মগজে অযথা প্রশ্নজট নিয়ে যারা চ্যাট চ্যটান,- তার সবটুকু থাকছে এখানে। ঢুঁ মেরে দেখুন যদি মন চায়। আপনার নাম, মোবাইল নাম্বারসহ ছোট্ট ইন্ট্রো জুড়ে থার্ড লেন সঞ্চালক বরাবর শরিক হওয়ার দরখাস্ত ঠুকতেও নেই বাধা। আলাপের এই মুক্ত-পরিসরে আপনি সদা আমন্ত্রিত।

আসুন ভাবি : লেনটি তাদের জন্য যারা ভাবতে ভালোবাসেন। কেবল ভেবে থেমে থাকেন না, বরং অন্যের ভাবনাকে উসকে দিতে লাগেন পিছু। আসুন ভাবি … এই আপনার কথা ভেবে সাজানো। পড়তে পারেন; এবং লিখতেও পারেন আপনি যা-ভাবছেন তার সাতকাহন;- যার হয়তো রয়েছে অজস্র চড়াই-উৎরাই আর গহন কোনো তল!

দেখা-শোনা-পাঠ : নামে পরিচয়। দুটি ভাগে বিভাগটিকে আমরা সাজিয়েছি। প্রথম ভাগের সমুদয় লেখাপত্র মূল বিভাগ অর্থাৎ দেখা-শোনা-পাঠ-এর আওতায় থাকছে। আপনি বই পড়তে ভালোবাসেন, সিনেমা দেখেন বেশ, গানবাজনায় কান পাততে লাগে ভালো… দেখা-শোনা-পাঠ আপনাকে নিবেদিত। যে-বইটি হয়তো পড়েছেন অথবা পড়ছেন অদ্য, যে- ছবি দেখতে ভালো লাগে আর নিরাই বসে যেসব গানে কান পাতেন… এসব ঘিরে আপনার অনুভূতি ও অবলোকনের ইতিবৃত্ত বলুন এখানে। ভালো লাগা থেকে বলুন। খারাপ লাগলেও বলুন। সহজ করে বলতে নেই বাধা। ক্রিটিকের চোখেও মন চাইলে বলুন ত্বরা করে।

মূল বিভাগের অধীনে সাহিত্যবাসরছবির অন্তরালে নামে দুটি বিভাগ আমরা সংযুক্ত রেখেছি। প্রয়োজনে এরকম আরো বিভাগ পরে সংযুক্ত হতেও পারে। সাহিত্যবাসর-এ আপনার লেখা কবিতা, গল্প, আখ্যান, এবং সাহিত্য বিষয়ক গদ্য আমরা সাইটে আপ করতে আগ্রহী। ছবির অন্তরালে মূলত আলোকচিত্রকে সাইটে স্থান দেওয়ার ভাবনা থেকে সংযোজিত। আলোকচিত্র, সেটি আপনার নিজের তোলা হতে পারে। অন্যদেরও হতে পারে। সেইসঙ্গে আমরা চাইব, নিজের অথবা অন্যদের আলোকচিত্র ছবির অন্তরালে শেয়ার দেওয়ার ক্ষণে আপনি এটিকে কীভাবে পাঠ করছেন, তার বিষয়ে দুকথা যোগ করবেন। এখন সেটি হতে পারে, গল্প বলার ঢংয়ে আপনি বলছেন। ছবিটিকে বিশ্লেষ করার ভাবনা থেকেও বলতে নেই বাধা। প্রতিটি আলোকচিত্রের অন্তরালে নানা গল্প থাকে। এখন সেই গল্পগুলো যদি যোগ করেন তাহলে বিভাগটি ফটোস্টোরি হিসেবে নতুন মাত্রা পাবে বলে আমাদের বিশ্বাস।

সাম্প্রতিক : যাপিত সময়বিশ্বে যত কিছু ঘটনা-রটনা-দুর্ঘটনা… এসব নিয়ে সাজানো সাস্প্রতিক

বিবিধ ও বিচিত্র : আমাদের সকল অনুমান ও নিশ্চয়তা পণ্ড করে কত কিছুই তো আগে ঘটেছে, এখন ঘটছে বা সামনে ঘটার অপেক্ষায় রয়েছে;- তার কিছু হদিশ পেতে পারেন এখানে। মন চাইলে নিজে শেয়ার করুন এরকম সব বিবিধ ও বিচিত্র ঘটনা।

সংযোগ : বাড়তি বলা অনাবশ্যক। থার্ড লেন-এ নিয়মিত লিখতে ইচ্ছে করলে সংযোগ পাতায় চলে যান। সেখানে কীভাবে লেখা পাঠাত হবে সেই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। লেখক ও অবদায়ক হিসেবে আপনাকে স্বাগত জানাই। অংশ নিন আর সঙ্গী থাকুন সদা।

সাইট মানচিত্র : একঝটকায় সকল পাতা ও বিভাগে সাজানো লেখার লিংক পেতে সাইট মানচিত্র-এ গমন করতে পারেন।

. . .

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.