• বিবিধ ও বিচিত্র

    মুক্তবিহঙ্গ সৌদি যুবরাজ

    ভালো উদ্দেশ্যে রিসেট বাটন চাপতে সমস্যা নাই। যুবরাজের এই মাইন্ডগেম অদ্য কাজে দিতেছে। সৌদি আরবের জাতীয় দিবস এখন থেকে ১৭২৭ বইলা সাব্যস্ত হইল;- এই মর্মে ডিক্রিও জারি করছেন যুবরাজ। সেইসঙ্গে উদার, সহিষ্ণু ও মধ্যপন্থী ইসলামচর্চাকে প্রাধান্য দিয়া মাস্টার প্ল্যানকে বাস্তবায়নে সক্রিয় তিনি।