• এআই বলছি

    এআই কথালাপ – স্বাধীন ইচ্ছা ও বাস্তবতা

    থার্ড লেন-এর নতুন বিভাগ এআই বলছি-র আড্ডায় পাঠককে স্বাগতম। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বিনিময়ী হওয়ার ভাবনা থেকে বিভাগটি চালু হলো। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বিচিত্র বিষয় নিয়ে তর্কালাপ এই বিভাগে এখন থেকে নিয়মিত প্রকাশিত হবে। স্বাধীন ইচ্ছা ও বাস্তবতা নিয়ে থার্ড লেন টিমের সঙ্গে জিপিটি-4-এর আলাপ দিয়ে নতুন যাত্রা শুরু হলো বলে আমরা মনে করি। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানবসত্তার এই কথালাপে পাঠককে সাদর আমন্ত্রণ।