Best intro: Billi is amazed!
…
The most Violent, the most Diabolical, the most Dangerous, a Beast Slayer, the Conqueror’s Conqueror, the GOAT of all GOATS…the Ultimate Needle Mover, the Head of the Table, the Tribal Chief in God Mode himself.
. . .
গতকাল রাত্তিরে বদখোয়াব দেখে নিদ ভাঙিল। খোয়াবে দেখি, হাসিনাপতনের মাস্টারমাইন্ড জাতির সক্রেটিস মাহফুজকে নিয়া ব্যাপক হট্টগোল চলিতেছে। সেলিম রেজা নিউটন তাঁর প্রিয় আনু মুহাম্মদ ভাইকে এবং আনু ভাই প্রিয় শিষ্য নিউটনকে মাহফুজ সমস্যা ক্লিয়ার করিতে গিয়া হিমশিম খাইতেছেন। আনু ভাই ওদিকে আজফার হোসেনকে; আজফার হোসেন উনার জানি দোস্ত নূরুল কবীরকে; নূরুল কবীর ও আজফার হোসেন মিলে সেলিম রেজা নিউটনকে মাহফুজ ক্লিয়ার করিতে হোঁচট খাইতে থাকেন। মাহফুজ কী কারণে সেলিম রেজা নিউটনের এজমালি সম্পত্তি নহে সেইটা ধরাইয়া দিবার জন্য চিহ্নবিশেষজ্ঞ মোহাম্মদ আজমকে দেখি হয়রান হইয়া পড়িতেছেন। আজফার হোসেন ততক্ষণে আজমকে উল্টা বুঝাইতে থাকেন কী কারণে মাহফুজকে এজমালি বইলা ভাবা সঠিক ইত্যাদি। আজফারকে আজম এবং আজমকে আজফার বুঝাইতে না পারার জট ছুটাইতে আজফার-বন্ধু নূরুল কবীর এবং নূরুল কবীর স্বয়ং আনু মুহাম্মদকে পুরো বিষয়খানা ক্লিয়ার করিতে যত চেষ্টা করেন তত গোল বাঁধিতে থাকে।
ফরহাদ মজহারকে দেখি বলা-কওয়া নেই উনাদের মাঝখানে সট করে ঢুকিয়া পড়িতে! সকলকে শান্ত হওয়ার নসিহত দিতে থাকেন মজহার। নফস ও রুহানিয়াতের জায়গা হইতে মাহফুজ কেন বিপ্লবের জন্য উপকারী ও ক্ষতিকর বুঝাইতে থাকেন। বাকিরা কিছুটা বিরক্ত ও সন্দেহ নিয়া উনার শ্বেতশুভ্র টুপির দিকে তাকাইয়া থাকেন। মজহার বোঝান কিন্তু সেলিম রেজা নিউটন বুঝতে চায় না। বাকিরাও মজহারের কথা যুগপৎ বুঝে অথবা না-বুঝে মাথা নাড়াইতে থাকে। উসখুস করেন সকলে।
সেলিম রেজা নিউটন ততক্ষণে ছাবালের ন্যায় বিচলিত মাথা নেড়ে বলতে থাকেন,- আমারে বুঝাইয়া লাভ নাই বুঝছেন! আপনারা নিজেই বোঝেন না কী বুঝাইতে আসছেন আমারে! মাঝখান দিয়া আমার বুঝটারে খালি আউলা করে দিতেছেন সবাই। কথা ফাইনাল,- মাহফুজের মধ্যে ফিদেল ও চে পুনরায় দেহধারণ করছে। বিপ্লব পুনর্জন্ম লাভ করছে। বাকিরা হতাশ ভঙ্গিতে শ্রাগ করিলে ফরহাদ মজহার ফট করে জিগান,- হাসিনার পদত্যাগপত্র আপনারা দেখছেন কেউ? উনারা মাথা নেড়ে ‘না’ জানাইলে মজহার বলতে থাকেন,- এভাবে হবে না। চলেন ড. ইউনূসের কাছে যাই। ঝামেলা উনি তৈরি করছে। উনাকে বলতে হবে মাহফুজ কেন ও কী কারণে মাস্টারমাইন্ড। আমরা কী দুধভাত? হাসিনা রিজাইন করছে তার প্রমাণপত্র উনি আমাদেরকে দেখাইতে হবে।
. . .
অতঃপর সকলে মিলে ড. ইউনূসের বাটিতে গমন করিলে ইউনূস উনাদের নিয়া বসেন। সকলে একযোগে কথা কইতে থাকেন। বুদ্ধাসনে সমাহিত জাতির পিতা ইউনূস শুনিলেন নাকি শুনিলেন না, কিছু বোঝা গেল না! চক্ষু বোজা ছিল উনার। ধীরে-ধীর তারা উন্মীলিত হইল। তিনি দেখিলেন, ছোকরা সেলিম রেজা নিউটনকে সকলে মিলে বোঝানোর চেষ্টা করতেছে। সেলিম ওদিকে সকলকে উল্টা বোঝানোর কসরতে লিপ্ত। ড. ইউনূস মৃদু হেসে ড্রয়ার হইতে রিমোট জাতীয় বস্তু বাহির করে রিসেট বইলা চাপ দিলেন। সব নিমিষে হাওয়া হইল আর মাঝখান দিয়া আমার নিদখানা টুটিল! জাগ্রত হওয়ার পর নাসরিন জে রানীর একখানা ফেবু পোস্ট মোবাইল পর্দায় ভাসিয়া উঠিতে দেখিলাম। মাহফুজ সমস্যা মনে হইল একজন অন্তত অবশেষে ক্লিয়ার করিতে সক্ষম হইছেন।
. . .
নাসরিন জে রানীর মাহফুজ বীক্ষণ : ফেবু পোস্ট
মাস্টারমাইন্ড মাহফুজ আলম দ্রুতই হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে, কারণ জনগণের সাথে সেই ইতিহাসের কোনো সংযোগ নাই, তাকে কাল্ট বানানোর জন্যও কোনো সংগঠন নাই। কিন্তু তাকে নিয়ে আলাপগুলো বাঁচিয়ে রাখবে বিবিধ ঘরানার বুদ্ধিজীবীরা, তাদের নিজেদের ব্রেড-আর্নিং/ সেমি-কুকড-ফুড হিসেবে গ্রহণ করে । এই গণঅভ্যুত্থানের পরে সলিড মাল হিসেবে আমরা যা ভিজিবল করতে পারছি, তাহলো- ১টি মাস্টারমাইন্ড মাহফুজ আলম এবং তাকে ঘিরে ৯৯জন হিংসুকের একটি সংঘ।
. . .
@নাসরিন জে রানী@
. . .