বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান কেবল একলা ক্রিকেট খেলেননি। দেশের আপামর জনতাকে খেলিয়েছেন এতগুলা বছর। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড়ো বিজ্ঞাপন আজ অবসরে গেলেন। ক্রিকেট কি কিছুটা রং হারাল? হারাল তো নিশ্চয়। সেইসঙ্গে রং হারাল মাঠ এবং মাঠের বাইরে নিজেকে সবসময় লাইমলাইটে রাখার সহজাত ক্ষমতায় ধনী অলরাউন্ডারকে দেখার বিরক্তি ও বিস্ময়!
মাঠে ব্যাটে-বলে ওভার দ্য টপ সাকিব মাঠের বাইরেও সেরকম কিছু করে দেখাতে চেয়েছিলেন। খুব-যে ভেবেচিন্তে চেয়েছিলেন এমনটি বলা যাচ্ছে না। তাঁর সহজাত স্বভাবে সাকিব ধরে নিয়েছিলেন,- মাঠের বাইরেও অফস্পিনের টপ্পা দিয়ে ইউকেট ফেলবেন যখন দরকার তখন। ছয় হক্কা হাঁকাবেন আচমকা অথবা এমন কাণ্ড বাঁধাবেন মাঠে, যা নিয়ে লোকজন পরে হইচই করবে, সমলোচনার তীর ছুড়বে, কিন্তু তাঁকে অস্বীকার করতে পারবে না।
পেশাদার ক্রিকেটবিশ্বে সাকিব আল হাসানের মতো ক্যারেক্টার সহজে মিলবে না। দ্বিতীয় কেউ সহসা আসবেও না। গুডবাই লর্ড। আপনাকে মনে থাকবে। আগামীর দিনগুলো ভালো কাটুক আপনার।
. . .