. . .
মিশেল ফুকোর চিন্তাশীল মগজাস্ত্র হইতে বিচ্ছুরিত বিখ্যাত সব কোটেশন নেটে সার্চ দিলেই মিলে। তার মধ্যে একটা ভীষণ দামি। ফুকো একলাইনে বলতেছেন সেখানে : Where there is power, there is resistance. অর্থাৎ ক্ষমতা যেখানে বিরাজ করবে, সেখানে প্রতিরোধ থাকবে। রাজনীতিটা মূলত ওই ক্ষমতা ও প্রতিরোধের পাকে সদা ঘূর্ণি খাইতে থাকে। ক্ষমতা দূর হইতে সুন্দর,- নিকটে গেলে ‘প্রকৃত সারস উড়ে যায়।’ অন্যদিকে প্রতিরোধ ভীষণ সুন্দর, কিন্তু সে যখন প্রকৃতির নিয়মে ক্ষমতায় রূপান্তরিত হয়, তখন তারে পুনরায় প্রতিরোধ করা ছাড়া উপায় থাকে না। ভেবে দেখলে ক্ষমতা ও প্রতিরোধ একই সত্তার দুইখান ভিন্ন রূপ। এখন ক্ষমতা হইতে প্রতিরোধ আসে, নাকি প্রতিরোধ হইতে ক্ষমতা জন্ম নেয়, ওইটা অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো কঠিন প্যারাডক্স।
ফুকোর আরেকখান উক্তি ক্ষমতার মহিমা বুঝতে সাহায্য করে বেশ। কোন কিতাবে বলছিলেন সেইটা মনে নাই, তবে বলছিলেন বটে, Power is everywhere. তার মানে ক্ষমতা সর্বত্র বিরাজ করে বইলা তারে প্রতিরোধ অনিবার্য হয়। যেহেতু ক্ষমতার দূষণক্ষমতা ব্যাপক। Power corrupts;- ক্ষমতা মানুষকে দূষিত করে। কথাখান কি ফুকো বলছিলেন কোথাও? নাকি আমার মগজে এক্ষণ পয়দা হইল? নিশ্চিত নই। পাগল বিনয় মজুমদারকে কেবল অদ্য ঋষি মনে হইতেছে। পাগলের পক্ষেই বলা সম্ভব :
সকল প্রকার জ্বরে মাথা ধোয়া আমাদের ভালো লাগে ব’লে
তবুও কেন যে আজো, হায় হাসি, হায় দেবদারু,
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়!
. . .